১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

রামগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত -৫ আটক-৭

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে আথাকরা বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ভোলাকোট ইউপি চেয়ারম্যান মানিক ও ইউপি আ‘লীগের বন বিষয়ক সম্পাদক মহিন ড্রাইভার গ্র“পের মাঝে শুক্রবার রাতে দফায় দফায় সংঘর্ষে কবির হোসেন (৪৫) ও এমরান হোসেন (৩৫) নামের দুইজন গুলিবিদ্ধ সহ উভয় গ্র“পে ৫জন আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় কবির ও এমরানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির হোসেন একই এলাকার মুক্তারপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে, এমরান হোসেন দেবনগর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে। গুরুতর আহত আলম হোসেন বদলকোট গ্রামের সুলতান মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং রাতব্যাপী ব্যাপক অভিযান চালিয়ে আথাকরা বাজার এলাকা থেকে ৭ জনকে আটক করে। এ সময় বাজারের দক্ষিন পাশের ব্রীজের কাছ থেকে ১টি এলজি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে।
সূত্রে জাযায়, শুক্রবার সন্ধা সাড়ে সাতটায় মহিন ড্রাইভারের মালিকানাধীন বালুবাহি একটি পিকআপ বিষ্ণুপুর যাওয়ার পথে আথাকরা বাজার পৌছলে চেয়ারম্যান মানিকের সহযোগী যুবলীগ নেতা ইলিয়াছ, নোমান ভুইয়া, খোরশেদ আলমসহ ১০/১২ জন পিকআপ চালক কবির হোসেনকে এলোপাতাড়ি মারধর করে।খবর পেয়ে মহিন ড্রাইভারের লোকজন উপস্থিত হলে দু‘গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মহিম ড্রাইভারে পিকআপ চালক কবির হোসেনের বাম পায়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়। এতে ক্ষীপ্ত হয়ে মহিন ড্রাইভারের লোকজন মানিক সমর্থিত এমরান হোসেনকে আথাকরা বাজারের অদূরে আটক করে। খবর পেয়ে মানিকের লোকজন উপস্থিত হলে সংঘর্ষ বাধে। এসময় মহিন ড্রাইভাবের লোকজন এলাপাতাড়ি গুলি করলে মানিক গ্র“পের এমরান হোসেনের বুকে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে থানার ওসি তোতা মিয়া,এস,আই মোঃ কাউছার,আশরাফ,ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে রাতব্যাপী ব্যাপক অভিযান চালিয়ে আথাকরা গ্রামের আরিফ হোসেন (১৯), ইসমাইল হোসেন (১৯), মোঃ সুমন (১৯), দেহলা গ্রামের সাইফুল ইসলাম পলাশ(২০), পূর্ব দেহলা গ্রামের তুহিন (১৮), পূর্ব শোশালিয়া গ্রামের সাইফুল ইসলাম সায়েম ও বাবুকে আটক করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুইজন গুলিবিদ্ধসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল পর্যন্ত সারারাত অভিযান চালিয়ে হামলাকারী সন্ধেহে কয়েক জনকে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ