নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধায় জেলা শহরের মধ্য বানিয়ারজান এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চার মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- শহিদুল ইসলাম সুমন, সামছুল আলম, প্রান্ত কুমার দেব এবং আব্দুর রহমান জয়। তাদের কাছে ৪৭০টি ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জানা গেছে, গোপন খবরে রাতে ডিবি পুলিশের একটি দল বানিয়ারজান, কালিবাড়ী পাড়া ও মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম সুমনের নিকট ৭০টি, সামছুল আলমের নিকট ২৫০টি, প্রান্ত কুমার দেবের নিকট ৬৫টি এবং মো. আব্দুর রহমান জয়ের নিকট ৮৫টি ও ২০ গ্রাম হেরোইনসহ সর্বমোট ৪৭০টি ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।
গাইবান্ধা ডিবি ওসি একেএম মেহেদী হাসান বলেন, বিভিন্ন সময় শহরের অন্যতম এই মাদক বিক্রেতাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গতরাতে গোপনে সংবাদ পেয়ে ২০ গ্রাম হেরোইনসহ ৪৭০টি ইয়াবা পৌরশহরের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলাও রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ