১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

শেষ ওভারের নাটকে জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

জয়ের জন্য শেষ চার বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দুই উইকেট। তবে অলরাউন্ডার শাদাব খানের কৃতিত্বে ১ বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার দেয়া ১২৫ রানের টার্গেট পেরিয়ে যায় তারা। এর আগে পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের হ্যাটট্রিকে ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রান করে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ জিতে টি-টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।

স্কোরকার্ড দেখে আঁচ করা যায় কতটা রঙ ছড়িয়েছে এই ম্যাচ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কি হয়নি শুক্রবার। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সাবধানী সূচনাই করেছিল শ্রীলঙ্কা। ৪৩ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে দানুশকা গুনথালিকা ও সাদিরা সামারাবিক্রম ৬৩ রানের জুটি গড়েন। ১৬ ওভারে ১০৬ রান করা শ্রীলঙ্কা তখন দেড়শো রানের আশেপাশে পৌঁছানোর লক্ষ্যে ব্যাট করছে। কিন্তু মাত্র ১৩ রানের ব্যবধানে তারা হারায় ৮ উইকেট। এই ধসের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ডানহাতি পেসার ফাহিমের। ১৮তম ওভারের শেষ তিন বলে তিনি হ্যাটট্রিক করেন। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটাই প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ১২৪ রানে শেষ হয় লঙ্কান ইনিংস। ১৬ রানে ৩ উইকেট পান ফাহিম। ৪৮ বলে ৫১ রান করেন গুনথালিকা।

১২৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ৫৫ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজের ৪৯ রানের জুটি ম্যাচে ফেরায় পাকিস্তানকে। দলীয় ৯৪ রানে হাফিজ বিদায় হলে আবার বিপদে পড়ে তারা। খেলার মাত্র ৫ বল বাকি থাকতে পাকিস্তানের স্কোর ছিল ৮ উইকেটের বিনিময়ে ১১৩ রান। জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ১২ রান। একটি ছক্কা ও একটি দুই রানের মারে পাকিস্তানকে জয় এনে দেন শাদাব। দলীয় সর্বোচ্চ ২৮ রান করেন সরফরাজ। লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা ২৪ রানের বিনিময়ে ৩ টি উইকেট পান। ম্যাচসেরার পুরস্কার পান শাদাব। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ পাকিস্তান ইতোমধ্যে জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। এই ম্যাচ দিয়ে ৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে কোন দেশ।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা : ১২৪/৯ (২০ ওভার), (গুনথালিকা ৫১, মুনাবিরা ১৯, সামারাবিক্রম ৩২, প্রসন্ন ১, পেরেরা ৩, শানাকা ১, উদানা ৬, উদয়াত্তে ০, পাথিরানা ১, প্রিয়ঞ্জন ২*, সঞ্জয় ৪*; ইমাদ ০/২৩, উসমান ০/১৮, হাসান ২/৩১, ফাহিম ৩/১৬, শাদাব ১/১৪, হাফিজ ০/২১)।

পাকিস্তান : ১২৫/৮ (১৯.৫ ওভার) (শেহজাদ ২৭, ফখর ১১, বাবর ১, মালিক ৯, হাফিজ ১৪, সরফরাজ ২৮, ফাহিম ৪, শাদাব ১৬*, হাসান ৩*; সঞ্জয় ১/৩২, মুনাবিরা ০/১৭, উদানা ১/১৭, পাথিরানা ১/১৮, পেরেরা ৩/২৪, শানাকা ০/১২)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ