১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

মিয়ারমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সড়ক পথেই তিনি দেশের সর্ব দক্ষিণের জেলাটিতে যাচ্ছেন। শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে বিএনপি নেত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও রয়েছেন। রবিবার কক্সবাজার যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি প্রধানের এই সফরকে ঘিরে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে জোর প্রস্তুতি। দলীয় প্রধানকে স্বাগত জানাতে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারে নেতা-কর্মীরা জড়ো হয়ে স্বাগত জানাবেন।

মিয়ানমারের রোহিঙ্গারা নানা সময় প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে ছুটে এসেছে। তবে সাম্প্রতিক অনুপ্রবেশ সবচেয়ে বড়। পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়ায়। তাদের এভাবে ছুটে আসার ঘটনায় বিশ্ব নেতারাও উদ্বেগ জানিয়েছে। ত্রাণ সহায়তা দিয়েছে বিভিন্ন দেশ। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন আর সাধারণ মানুষও রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তবে তাদের মধ্যে ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনতে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হওয়ার সময় খালেদা জিয়া ছিলেন যুক্তরাজ্যে। সম্প্রতি সেখান থেকে তিনি ঢাকায় ফেরেন। দেশে ফেরার ১০ দিন পর তিনি কক্সবাজার সফরে যাচ্ছেন। জেলাটিতে খালেদা জিয়ার সবশেষ সফর হয়েছিল ২০১২ সালের জুনে। রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় সমবেদনা জানাতে সেখানে নিয়েছিলেন তিনি। পথে বিএনপি নেত্রী চট্টগ্রামে রাতে অবস্থান করবেন। এই জেলাতেও পাঁচ বছর পরে যাচ্ছেন তিনি। ২০১২ সালে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের দেখতে ২০১২ সালে চট্টগ্রামে গিয়েছিলেন খালেদা জিয়া।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা থেকে রওয়ানা হওয়ার পর দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর সেখান থেকে বিকালে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতে থাকবেন তিনি। রবিবার সকালে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়ে বিকালে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে রাতে অবস্থান করবেন তিনি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাতে থেকে ৩১ অক্টোবর ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন বিএনপি প্রধান। ৫ বছর পর খালেদা জিয়ার চট্টগ্রাম ও কক্সবাজার সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, ‘সফরকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত। কারণ দীর্ঘদিন পর চেয়ারপারসন বেশ কয়কটি জেলার উপর দিয়ে যাবেন। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। অন্যদিকে গণতন্ত্র ও মানবতার প্রশ্নে বিএনপি চেয়ারপারসন সব সময় সজাগ থাকেন তারও প্রমাণ হচ্ছে এ সফর।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ