নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্র করে ফেনীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ফেনীর বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদেরকে শহরে আসতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ক্ষমতাসীন দলের লোকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীরা। এসময় যাত্রীদের পায়ে হেঁটে নোয়াখালীর দিকে রওয়ানা হতে দেখা যায়।
ইতিমধ্যে ফেনীর বেশ কয়েকটি মোড়ে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। বিশেষ করে খালেদা জিয়ার যেখানে পথসভা করার কথা রয়েছে সেই মহিপাল এলাকায় রাতে একাধিক বিস্ফোরণের আওয়াজ শুনা গেছে। এঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার সকাল ৮টার পর থেকে ফেনীর রেলগেট, ট্যাংকরোড, ডাক্তারপাড়া মোড়, রাজবাড়িগেট, মহিপাল ও পাঁচগাছিবাজার মোড় এলাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে অবস্থান করতে দেখা গেছে। প্রতিটি জায়গায় এক থেকে দেড়শ নেতাকর্মী রয়েছে। তাদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের কর্মসূচি আছে। তাই এখানে অবস্থান করছি।
এবিষয়ে স্বেচ্ছাসেবক দল ফেনী জেলা সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, জেলার বিভিন্ন জায়গা থেকে শহরে আসতে আমাদের নেতাকর্মীদেরকে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। আমাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে।
দৈনিক দেশজনতা /এমএইচ