১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

অনাগত সন্তানের নাম ঠিক করে ফেললেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক:

ক্রিস্তিয়ানো রোনালদোর চতুর্থ সন্তান দুনিয়ার আলো দেখতে আরও বেশ কিছুদিন বাকি। আসবে আগামী মাসের শেষ দিকে। তবে এরই আগত সন্তানের নাম ঠিক করে ফেললেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। না, রোনালদো একাই নন, তিনি এবং তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ, দুজনে মিলেই আগত কন্যা সন্তানের নাম ঠিক করেছেন। ইনস্টাগ্রামে পারিবারিক এক ভিডিও পোস্টের মাধ্যমে সারা দুনিয়াকে জানিয়েও দিয়েছেন আগত মেয়ের নাম। কি? আলানা মার্টিনা।

রোনালদোই জানিয়েছেন নামের প্রথম অংশটা ঠিক করেছেন তিনি। পরের অংশ ঠিক করেছেন রদ্রিগেজ। ‘আমি প্রথম নাম বাছাই করেছি, জিও দ্বিতীয়টা’-ইনস্টাগ্রামে লিখেছেন ৩২ বছর বয়সী রোনালদো। এর আগেই তিন সন্তানের বাবা হয়েছেন রোনালদো। তবে সেই তিন সন্তানই রিয়াল তারকা পেয়েছেন সাগোরেট মায়ের গর্ভভাড়া করে। বান্ধবী রদ্রিগেজের গর্ভে আলানা মার্টিনাই হবে তাদের প্রথম সন্তান।

আগত আলানা নিজেকে ভাগ্যবতীই ভাবতে পারেন। জন্মের আগেই বাবার পক্ষ থেকে পাচ্ছেন পরম ভালোবাসায় মাখা দারুণ সব উপহার। গত সোমবারই যেমন পঞ্চম বারের মতো পাওয়া ফিফা বর্ষসেরার পুরস্কারটি নিজের সন্তানদের উৎসর্গ করেছেন রোনালদো। ৭ বছর বয়সী ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়র, ৪ মাস বয়সী মাতেও ও ইভার সঙ্গে মারে গর্ভে বেড়ে উঠা আলানা মার্টিনাকে পুরস্কারটি উৎসর্গ করেছেন রিয়াল সুপারস্টার।

তার অন্য তিন ভাই-বোনের চেয়ে অন্য একটা দিক থেকেও আলানা মার্টিনা হবেন ভাগ্যবান। ক্রিস্তিয়ানো জুনিয়র, মাতেও এবং ইভা, তারা তাদের বাবার নাম জানলেও মা কে, সেটা তারা জানেন না। মুধর সুরে ‘মা’ বলে ডাকতে পারে না কাউকে। কিন্তু পৃথিবীতে আসি আসি করা আলানা মার্টিনা ‘বাবা’ ডাকার পাশাপাশি ‘মা’র পরিচয়ও দিতে পারবেন গর্বের সঙ্গে। দুনিয়াকে বলতে পারবেন, ‘জর্জিনা রদ্রিগেজই আমার মা’।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ