নিজস্ব প্রতিবেদক:
গত একমাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩ গুণ। ক্রেতাদের বর্তমানে এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ৯০ টাকা দাম দিয়ে। এক মাসের ব্যবধানে প্রায় ৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়। এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১৬৬ শতাংশ। যা এ বছরের সর্বোচ্চ দাম। আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বন্যায় উৎপাদন কমে যাওয়া এবং আমদানি-পরবর্তী বাজারজাত সমস্যার কারণে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ ছাড়া দেশে উৎপাদনের কমতি দেখে অনেক আমদানিকারক সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে কারওয়ান বাজারের আড়তগুলোয় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭৬ টাকায়। আর মুদি দোকানে বিক্রি হয়েছে প্রতিকেজি ৮০ থেকে ৯০ টাকায়। জানা যায়, আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের দাম এখন নিম্নমুখী। গত সেপ্টেম্বরে ভারতে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৩২ টাকা। আর চলতি মাসে এর দাম হয়েছে ৩০ টাকা। গত আগস্টে পেঁয়াজের দাম ছিল ২৮ টাকা। এ ছাড়া চীন ও অন্য দেশেও পেঁয়াজের দাম নিম্নমুখী রয়েছে বলে জানা গেছে। পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা রীতিমতো হতবাক হয়ে গেছেন। তারা বলছেন, রমজান বা ঈদ উপলক্ষে এর আগে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেলেও এবার কী কারণে পেঁয়াজের দাম বেড়েছে, সে সম্পর্কে কোনো তথ্য কারো কাছে নেই।
শ্যামবাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী জানান, বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন হ্রাস পায়। এ ছাড়া চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে খাতুনগঞ্জের গোডাউনে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এ কারণে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পেয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি