১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

পার্বতীপুরে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে পুকুরের পানিতে ডুবে নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম সফিরন নেছা, বয়স ৬৮ বছর। পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর-রংপুর সড়কের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে পারিবারিক সূত্রে জানা গেছে, সফিরন নেছা পার্বতীপুর বাস টার্মিনাল আদর্শপাড়ায় ছেলে মিন্টুর বাসায় থাকতেন। তিনি ডায়াবেটিক রোগী হওয়ায় প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। শনিবার সকালে তিনি হাঁটতে গিয়ে হঠাৎ ওই পুকুরে পড়ে যান। পথচারীরা তাকে পুকুরে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার ছেলে সেন্টুসহ লোকজন এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী। সফিরন নেছা পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার শিবনগর গ্রামের মৃত তছলিম উদ্দিনের স্ত্রী এবং পার্বতীপুর বাস টার্মিনাল এলাকার স্বাধীন হোটেলের মালিক মিন্টু ও সেন্টুর মা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ১০:১৮ পূর্বাহ্ণ