১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

নিকারাগুয়ায় প্রবল বর্ষণ : ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
নিকারাগুয়ায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৫ জনের মৃত্যু হয়েছে। এতে বিভিন্ন নদীর বাঁধ ভেঙ্গে গেছে, বহু ঘরবাড়িতে পানি ওঠেছে এবং অনেক সড়ক ও সেতুর ক্ষতি হয়েছে। সরকারি মুখপাত্র রোজারিও মুরিল্লো জানান, এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আরো দু’জন এখনো নিখোঁজ রয়েছে। মৃতদের মধ্যে চারজন খনিশ্রমিক এবং একজন কিশোরী।
মুরিলো আরো জানান, বন্যায় ২ হাজার ৭শ’র বেশী ঘরবাড়ি তলিয়ে গেছে এবং এতে ১৭ হাজার মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দেশের কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রবল বর্ষণ অব্যাহত থাকায় অনেক এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।এদিকে কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
মুরিল্লো আরো জানান, শনিবার পর্যন্ত এ বর্ষণ চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ৪:৪১ অপরাহ্ণ