১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

হুয়াওয়ে আনলো চার ক্যামেরা ফোন

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

দেশের বাজারে অবমুক্ত করা হলো হুয়াওয়ের চার ক্যামেরার ফোন। ফোনটির মডেল হুয়াওয়ে নোভো টু আই। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ফোনটি অবমুক্ত করা হয়। এসময় এটি বিক্রির ঘোষণাও দেয়া হয়। এটি প্রি-অর্ডার শুরু হয়েছে। চীনের বাজারে এই ফোনটির নাম মেইম্যাং সিক্স। অন্যদিকে মালয়েশিয়াতে এই ফোনটিই হুয়াওয়ে নোভা টু নামে ব্র্যান্ডিং হচ্ছে। কোন কোনো দেশে ফোনটির নাম মেট ১০ লাইট।

এটি হুয়াওয়ের প্রথম ফোন যেটাতে বেজেললেস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।

ফোনটিতে আছে ২.৩৬ গিগাহার্জের হুয়াওয়ের হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর। এতে ৪ জিবি র্যাম আছে। ফোনটিতে ৬৪ জিবি বিল্টইন মেমোরি আছে। যা বাড়িয়ে নেয়া যাবে। এতে মালি টি৮৩০-এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৩৪০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটির রিয়ার ও ফ্রন্টে দুইটি করে ক্যামেরা আছে।

২৬ অক্টোবর থেকে ফোনটি কেনার জন্য বাংলাদেশের ক্রেতারা প্রি-অর্ডার দিতে পারবেন। ফোনটির সঙ্গে থাকছে নানা উপহার। এতে একটি টেলিকম অপারেটরের বান্ডেল অফারও মিলবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ