১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

২৭ ও ২৮ অক্টোবর জীবনানন্দ কবিতামেলা

শিল্পসাহিত্য ডেস্ক:

কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলা আগামী ২৭ ও ২৮ অক্টোবর। রাজশাহীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে কবিতা মেলা অনুষ্ঠিত হবে।

‘সবার বুকের বেদনা আমার, নিখিল আমার ভাই’- স্লোগানকে সামনে রেখে এবার মেলা উদ্বোধন করবেন কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাশিল্পী হাসান আজিজুল হক। কবিতা মেলায় এবার বাংলাদেশ ও ভারতের দেড়শ কবি, লেখক ও গবেষক অংশ নেবেন বলে জানিয়েছেন কবিকুঞ্জের যুগ্মসম্পাদক শামীম হোসেন।

কবিতায় অনন্য অবদানের জন্য এবার কবিকুঞ্জ পদক-২০১৭ পাচ্ছেন কবি জুলফিকার মতিন ও ছোটকাগজ সম্মাননা পাচ্ছে অলোক বিশ্বাস সম্পাদিত ‘কবিতা ক্যাম্পাস’।

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ