১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

সিআইডির উপ-পরিদর্শক সুশান্ত কুমার সাসপেন্ড

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন রিক্রটিং অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে পাসপোর্ট জব্দ করে মোটা অংকের ঘুষ নেয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির মতিঝিল ইউনিটের সেই উপ-পরিদর্শক সুশান্ত কুমার রাহুতকে সাসপেন্ড করা হয়েছে। সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ অক্টোবর বিকেলে জি-নেট টাওয়ারে অভিযানে গিয়ে শাহপুর ট্রাভেলস থেকে ১২শ’ পাসপোর্ট জব্দ ও প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে আটক করে সিআইডির মতিঝিল ইউনিট। এর পর এক কোটি টাকার বিনিময়ে তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।তাৎক্ষণিক ওই দিন কার্যালয় থেকেই নগদ ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই রাতে আরও ৮ লাখ ঘুষ নেন সুশান্ত কুমার রাহুত। এর বিনিময়ে প্রথমে সাড়ে তিনশ’ পাসপোর্ট ফেরত দেওয়া হয়।

পরদিন সুশান্ত নিজেই ওই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট ফেরত নেওয়ার তাগাদা দেন। এর পর ব্যাংক থেকে ২০ লাখ ও পরিচিতজনদের কাছ থেকে আরও ৫ লাখ- মোট ২৫ লাখ টাকা সুশান্তকে দিয়ে আসেন প্রতিষ্ঠানের লোকজন।এভাবে বিভিন্ন রিক্রটিং অ্যান্ড ট্রাভেল এজেন্সির হাজার হাজার পাসপোর্ট জব্দ করে কোটি কোটি টাকা ঘুষ দাবি ও আদায়ের অভিযোগ আছে সুশান্ত কুমার রাহুতের বিরুদ্ধে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৮:৪০ অপরাহ্ণ