১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪

শেষ ম্যাচেও বাংলাদেশ ‘এ’ দলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ এ দল। ইয়াসির আলীর অপরাজিত সেঞ্চুরিতে আইরিশদের ৭৬ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০তে জিতে নিল দলটি। দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন করার পর কথা ছিল, শেষ দুই ওয়ানডে ২০ ওভারে খেলা হবে। চতুর্থ ম্যাচ হয়েছিলও তাই। তবে আবহাওয়া শুষ্ক থাকায় পঞ্চম ও শেষ ম্যাচটি ৫০ ওভারেই অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ এ দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড এ। ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ১৭ রানেই এনামুল হক বিজয়কে (১৩) হারায় দলটি। এরপর দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৬) কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ থাকতে পারেননি। তবে তৃতীয় উইকেটে সাদমান হোসেনকে নিয়ে ১৩২ রানের দারুণ এক জুটি গড়ে তুলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইয়াসির আলী।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে দারুণ এক সেঞ্চুরি হাঁকান ইয়াসির। ১০১ বলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাদমান করেন ৬৮ রান। শেষদিকে তানবীর হায়দারের ২৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। আইরিশদের পক্ষে ২টি করে উইকেট নেন ব্যারি ম্যাককার্থি ও শেন গেটকাটে।

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেনি আয়ারল্যান্ড এ দলও। দলীয় ৩৪ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পরে দলটি। তবে তৃতীয় উইকেটে জন অ্যান্ডারসনকে নিয়ে দলের হাল ধরেন জ্যাক টেকটর। গড়েন ৮৩ রানের জুটি। দলীয় ১১৭ রানে ইমরান আলীর বলে অ্যান্ডারসন আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় তারা।

এদিনও দারুণ বোলিং করেছেন আবু হায়দার রনি। ৩৮ রানের খরচায় তুলে নিয়েছেন ৩টি উইকেট। ইমরান আলী ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট পান। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান ও তানবীর হায়দার।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ