১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে স্ত্রীর হামলায় স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় মায়ের সহযোগী হয়ে দুই সন্তানও তার পিতাকে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় নিহত মোক্তার বেপারী ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ এ ঘটনায় মোক্তার বেপারীর স্ত্রী মুনিরা খাতুন, মেয়ে এসএসসি পরীক্ষার্থী মিলি এবং ছেলে ৮ম শ্রেণির ছাত্র আফিজুলকে আটক করেছে পুলিশ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকতিয়ার আহসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে মোক্তার বেপারীর।

বরিশাল কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে মা, ছেলে এবং মেয়ে মোক্তার হোসেনকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাই এই ঘটনায় ইতোমধ্যে ওই তিন জনকে আটক করা হয়েছে। তবে ছেলে-মেয়েদের বাঁচানোর জন্য মা মনিরা একাই হত্যা করেছে বলে স্বীকার করেছেন। লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ২:২০ অপরাহ্ণ