১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

অবশেষে খুলে দেওয়া হল বহুল আকাঙ্খিত মৌচাক-মালিবাগ ফ্লাইওভার। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়নের গতি পায়। এসময় তিনি সবাইকে ফ্লাইওভার ও রাস্তাঘাট ব্যবহারে যত্নবান এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

উদ্বোধনের পর যানচলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে সাময়িকভাবে বন্ধ থাকবে মালিবাগ রেলগেইট, মালিবাগ মোড় এবং মগবাজার সড়ক। উদ্বোধনের পর ফ্লাইওভারের দায়িত্বভার দেওয়া হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনকে। গত জুন মাসে উড়াল সড়কের মূল কাজ (মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার) শেষ হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ১:২১ অপরাহ্ণ