১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১

রিজার্ভ চুরির পুরো অর্থ উদ্ধার করা সম্ভব : গভর্নর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের পুরোটাই উদ্ধার করা যাবে এবং এবিষয়ে জুডিশিয়ারি মামলা শেষ হলেই এই টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে দাবী করেছেন ব্যাংকের গভর্নর ফজলে কবির। বুধবার সন্ধ্যায় বরিশাল নগীরর বরিশাল ক্লাবে এসএমই উদ্যোক্তারে সাথে মতবিনিময় ও প্রকাশ্যে ঋণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রধান অতিথি হিসেবে বরিশাল ক্লাবে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠানে ৪৪জন এসএমই উদ্যোক্তার মাঝে ৩৮ কোটি ১ লাখ টাকার ঋণ বিতরণ করেন গর্ভনর।

মতবিনিময় অনুষ্ঠানে গভর্নর বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জিডিপির ৮ শতাংশ প্রবৃদ্ধি দরকার। তাই আমাদের মূল লক্ষ্য হলো উদ্যোক্তা সৃষ্টি করা। আর নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মধ্যদিয়ে দেশে ছোট-বড় শিল্প কলকারখানা গড়ে উঠবে। এতে করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এসব ধারাবাকিতায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরো বলেন, আগামীতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারী উদ্যোক্তা বৃদ্ধিতে জামানত বিহীন ৪০লাখ টাকা এসএসইলোন দেওয়া হচ্ছে আর নারী উদ্যোক্তাদের ঋণ সহয়তা পাওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক’র নির্বাহী পরিচালক মো. সোহরাওয়ার্দী, আগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস্-উল ইসলাম, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র উপ-ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মাওলা, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৯:৪৬ পূর্বাহ্ণ