নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ অক্টোবর শনিবার চারদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের চারটি ক্যাম্প পরিদর্শন করবেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৮ অক্টোবর শনিবার খালেদা জিয়া ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামে রাত যাপন করে পরের দিন ২৯ অক্টোবর রোববার কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেবেন। ওই দিন কক্সবাজারে রাত যাপন করে পরের দিন ৩০ অক্টোবর সোমবার তিনি কক্সবাজারের বালুখালি ১ ও ২, বোয়ালখালি ও জামতলিতে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলবেন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। শরণার্থী শিবির পরিদর্শন শেষে খালেদা জিয়া চট্টগ্রাম এসে রাত যাপন করবেন। পরের দিন ৩১ অক্টোবর তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন।
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা থাকবেন।
দৈনিক দেশজনতা /এন আর