২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৫

সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সু চিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের রাজধানী নেইপিদোতে স্থানীয় সময় সকাল ১০টায় সু চির সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বৈঠকেই সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠক শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাজ শুরু করেছে মিয়ানমার। ইতিমধ্যে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দেশটি কাজ শুরু করেছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার নেত্রী সু চির কাছে রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে মঙ্গলবার নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয় দুই দেশ। এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের নীতিনির্ধারকরা। এর আগে সকালে রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন ইস্যুতে মিয়ানমার প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধিদল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৪:৫১ অপরাহ্ণ