চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। বরাবরের মতো এ বছরও আসন বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে নতুন বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় ১৩৩টি আসন বাড়ানো হয়েছে। সেই সাথে তিনটি নতুন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। নতুন অনুমোদনপ্রাপ্ত বিভাগগুলো হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদের অধীন ডেভেলপমেন্ট স্টাডিজ ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বাংলাদেশ স্টাডিজ বিভাগ। নতুন বিভাগসহ পুরনো কিছু ইনস্টিটিউট ও বিভাগে আসনগুলো বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।
ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘সি’ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া বাইরের মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। বাইরের কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম সরকারি কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, নাসিরাবাদ সরকারি ওইমেন্স কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, এম ই এস কলেজ, বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ফতেয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও হাটহাজারী কলেজ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের চারটি ইউনিটে মোট চার হাজার ৯২৪টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে এক লাখ ২৬ হাজার ৫৭ টি। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দি¦তা করবেন ২৬ জন শিক্ষার্থী। পরিসংখ্যান মতে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ ইউনিটে ১৪৪৮ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৩ হাজার ১১৮টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ৩০ জন। বি ইউনিটে ১৫৫৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯৩১৩টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ১৯ জন। সি ইউনিটে ৭৫২ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৪৩০৪টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ১৯ জন এবং ডি ইউনিটে এক হাজার ১৭০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৩২২টি। সে অনুপাতে ইউনিট প্রতি আসনে লড়বে ৩৪ জন।
এদিকে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতি রোধ করতে শিক্ষার্থীদের জন্য সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ও ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ আক্টোবর; ‘বি’ ইউনিটের ভর্তি ২৮ আক্টোবর; ‘এ’ ইউনিটের ভর্তি ২৯ আক্টোবর সকাল ১০ থেকে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের প্রবশপত্র ডাউনলোড করা যাবে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (admission.eis.cu.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।
দৈনিকদেশজনতা/ আই সি