স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা থেকে চোট নিয়ে রোববার ফিরেছেন তামিম ইকবাল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরীর সঙ্গে দেখা করেছেন তামিম। জানালেন, পুরোপুরি ফিট না হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলবেন না। বিপিএলে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। ৪ নভেম্বর শুরু হবে বিপিএল। তামিম বলেন, ‘দুই সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। তারপর আবার পরীক্ষা করাতে হবে। বিপিএলের প্রথম কয়েকটা ম্যাচে না-ও খেলতে পারি। পুনর্বাসনের পর বোঝা যাবে প্রকৃত অবস্থা। তবে এটা নিশ্চিত যে, প্রথম দুই ম্যাচ খেলতে পারব না।’
বিপিএলে খেললে অনেক অর্থ। কিন্তু জাতীয় দলে খেলাই গুরুত্বপূর্ণ বলে জানালেন তামিম। তিনি বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হল জাতীয় দল। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমার খেলা উচিত হবে না। আমি সেই কাজও করব না। চিকিৎসকরাও হয়তো ছাড়পত্র দেবেন না। সামনে শ্রীলংকার বিপক্ষে সিরিজ। ওটা আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ তামিম মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ অনেক ভুল করেছে। সেগুলো দ্রুত সংশোধন করতে হবে। তার কথায়, ‘ওয়ানডে ও টেস্টে আমরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পারফর্ম করতে পারিনি। সবকিছু থেকেই মানুষ শিক্ষা নেয়। সফরটা আমাদের জন্য বড় শিক্ষা। ভুল-ত্রুটি যা হয়েছে আমাদের সবাই বুঝতে পেরেছে। এখনও দুটি ম্যাচ বাকি। আশা করব টি ২০ ফরম্যাটে দল ভালো করবে। একটা বাজে সফর হল। প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারিনি।’
এ অবস্থায় দলের কী করণীয়? তিনি বলেন, ‘এ সফরের ভুলগুলো খুঁজে বের করে পরিকল্পনা মাফিক এগোতে হবে। ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে। সেখানে খেলা কঠিন হবে আমাদের জন্য। আলাদাভাবে কে কোন সমস্যা অনুভব করেছে তার উন্নতি করার জন্য যা করা দরকার সবই করতে হবে।’ তিনি বলেন, ‘কন্ডিশন কঠিন হবে সেটা আমরা সবাই জানতাম। তাই বলে কোনো অজুহাত দিতে চাই না। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা যেটা করতে সক্ষম। আমরা সেটা পারিনি। সেখানে কন্ডিশন অবশ্যই একটু ভিন্ন এবং চ্যালেঞ্জিংও ছিল। কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পারতাম।’
এদিকে কোচের সঙ্গে তার দ্বন্দ্বের খবর উড়িয়ে দিলেন তামিম। তিনি বলেন, ‘মিডিয়ায় তো বোর্ড থেকে চিঠিও গেছে, এরকম কিছু ঘটেনি। একটা বিষয় পাঁচ ভাগ হলেও যদি সেটা সবাই ২৫-৩০ ভাগ বানিয়ে দেয়, তখন না হয় সেটা মেনে নিতাম। কিন্তু যেটা ঘটেছে সেটা শূন্য ভাগ, সেটাকে যদি কিছু বানিয়ে দেন, কিছু করার থাকে না। আমার সঙ্গে কোচের কোনো সমস্যা নেই।’
দৈনিকদেশজনতা/ আই সি