২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫০

গাইবান্ধায় রোহিঙ্গা নারী আটক

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই নারীর নাম সাবেত্রী সিং (৫৫)। বুধবার সকালে জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। সাবেত্রী সিং মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত মোহন সিংয়ের স্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন বলে পুলিশ জানায়।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সাবেত্রী সিংয়ের এর ভাষা বুঝা যাচ্ছে না। তবে তার নাম ও স্বামীর নাম টুকু বুঝা যাচ্ছে। তবে তিনি নিজকে বার্মিজ বলে পরিচয় দিচ্ছেন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি মিয়ানমারের রাখাইন এলাকা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছেন। এরপর তিনি দেশের বিভিন্ন ট্রেনে ভিক্ষা করতে করতে গাইবান্ধার বোনারপাড়া পর্যন্ত আসেন।
তিনি আরো জানান, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে সেখান (বোনারপাড়া বাজার) থেকে তাকে আটক করা হয়। পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তিনি রোহিঙ্গা প্রমাণিত হলে তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ