কুড়িগ্রাম প্রতিনিধি:
পাচারকারীর খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের হামলার শিকার ৩ যুবককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর সাড়ে ৪টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এরপর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে দুপুরে তাদেরকে থানায় সোর্পদ করে বিজিবি। আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার নীলগঞ্জ বেতরা মাইজকাপুর গ্রামের মতি মিয়ার ছেলে আল আমিন (২৬), একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২৩) ও আব্দুল কাদেরের ছেলে আরমান আলী (২৫)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ফুলবাড়ী বালারহাট বিওপির নায়েক সুবেদার আবু তাহের জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তার নেতৃত্বে বিজিবির সদস্যরা খালিশা কোটাল সীমান্তে টহলে বের হয়। এ সময় ওই সীমান্তের ৯৩৪/১১ আন্তর্জাতিক পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে ৩ যুবক বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাদেরকে আটক করা হয়। পরে আটকদের কাছ থেকে জানা যায় তারা বাংলাদেশি। তাদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তারা পাচারকারীর খপ্পরে পড়ে ভারতে যাওয়ার সময় ভারতের করলা ক্যাম্পের বিএসএফের হামলার শিকার হয়ে বাংলাদেশে ফিরছিলেন। বিজিবির পক্ষ থেকে আটকদের চিকিৎসা শেষে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি