১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:২৫

উড্ডয়নের পর খুলল বিমানের চাকা, ৬৬ যাত্রীর প্রাণে রক্ষা

নিজস্ব প্রতিবেদক:

সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের চাকা খুলে পড়েছে। এতে বিমানটি জরুরি অবতরণ করেছে। এতে অল্পের জন্য ফ্লাইটটিতে থাকা ৬৬ জন বিমানযাত্রী দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেছেন। বুধবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৪ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই সৈয়দপুরের রানওয়েতে চাকার অংশ পড়ে থাকতে দেখেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।

তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি কন্ট্রোল টাওয়ারকে জানালে সকাল সাড়ে নয়টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার সব ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে ঝুঁকির মুখে ফ্লাইটটি সকাল পৌনে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এর ফলে জীবন রক্ষা পায় ৬৬ যাত্রীর।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ