২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫২

স্পেনের নিয়ন্ত্রণে থাকবে কাতালোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের স্বাধীনতাকামী কাতালোনিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে কাতালোনিয়ায় সরাসরি শাসন শুরু করবে স্পেন। ইউরোপীয় এই দেশটির আইনমন্ত্রী রাফায়েল কাতালা গতকাল মঙ্গলবার এক রেডিও সাক্ষাত্কারে জানিয়েছেন, মাদ্রিদ সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিলের উদ্যোগ নিয়েছে। কারণ কাতালান নেতা পুজেমন যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

রাফায়েল কাতালা আরও বলেন, ‘আঞ্চলিক নির্বাচন ডাকলেই সব সমস্যার সমাধান হবে না। পুজেমন যদি স্পেনের সিনেটে হাজির হন তাহলে সমস্যার সমাধান হতে পারে। গতকাল তাকে বৃহস্পতিবারের সিনেটে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।’ এদিকে, আগামীকাল বৃহস্পতিবারই কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট বৈঠকে বসছে। এখান থেকে সুস্পষ্ট স্বাধীনতার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পর্যায়ে স্পেনের ঘোষণা খুবই সংঘাতপূর্ণ ভবিষ্যতের আগাম ইঙ্গিত দিচ্ছে।

বিশ্বখ্যাত চিত্রশিল্পী সালভেদর ঢালী, বিশ্বসেরা ফুটবল ক্লাব বার্সেলোনার জন্য বিখ্যাত কাতালোনিয়া অঞ্চলটিতে বসবাস করে স্পেনের ১৬ শতাংশ জনগোষ্ঠী। টেলিগ্রাফের খবরে জানা যায়, কাতালোনিয়া অঞ্চলের প্রায় ৯৫ শতাংশ মানুষই কাতালান ভাষায় কথা বলে। এটা স্পেনিশ থেকে ভিন্ন। সারা বিশ্বে অন্তত এক কোটি বা ১০ মিলিয়ন মানুষ কাতালান ভাষায় কথা বলে। সর্বাধিক মানুষের ব্যবহৃত ভাষার দিক থেকে ইউরোপে কাতালান ভাষার অবস্থান নবম। ভাষা, সংস্কৃতি ও জাতীয়তাবোধে ভিন্ন এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই স্বাধীনতা কামনা করে আসছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ২:২০ অপরাহ্ণ