১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোলে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।পুটখালী মজিদবাড়ি বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়েবুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন— বেনাপোল শিকড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৫) ও ভবারবেড় গ্রামের রফিকুল গাজীর ছেলে ফয়সাল (২৭)।

পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতেঅভিযান চালিয়ে সাইফুলের কাছ থেকে ৪০ বোতল এবং ফয়সালের কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ