১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইতালি বিএনপি

দৈনিক দেশজনতা ডেস্ক:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইতালি বিএনপি। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।

এক বিবৃতিতে ইতালি বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কাজী গোলাম রসূল, ইদ্রিস ঢালী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজী, রিপন ঢালী, বেরগামো শাখার সভাপতি জামাল কবির, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চঞ্চল ও শেখ শাহ আলম প্রমুখ প্রবীন এই বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এমকে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ সালে মন্ত্রীপরিষদ সচিব হিসেবে অবসরে যান।

এরপর ১৯৯১ সালে বিএনপিতে যোগ দেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পাঁচবার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য প্রয়াত এই বিএনপি নেতা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৫, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ