১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

‘টি-২০ ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল’

স্পোর্টস ডেস্ক:

টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও, টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দল সর্ম্পকে ডি কক বলেন, ‘টি-২০ ফরম্যাটে ভালো দল বাংলাদেশ। এই ফরম্যাটে সেরা ক্রিকেটই খেলবে তারা।’

এবার টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে শুরু হবে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে খুব শক্তিশালীই মনে করছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

পচেফস্ট্রুমে ২৯ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ