২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩০

সিঙ্গাপুরে গাড়ি নিবন্ধন বন্ধ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী বছর থেকে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন বন্ধ করে দিচ্ছে সিঙ্গাপুর। আয়তনে অত্যন্ত ছোট এই দেশটিতে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারী থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এরইমধ্যে সিঙ্গাপুরের বেশ কিছু স্থানে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বের অত্যন্ত ব্যয়বহুল দেশ সিঙ্গাপুরে গণপরিবহণের জন্য হাতে নেয়া হয়েছে বিলিয়ন ডলারের প্রকল্প। ছোট্ট দেশটির সীমিত সড়কে যানজট এড়াতে কাজও শুরু হয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের মোট আয়তনের প্রায় ১২ শতাংশ জুড়েই রয়েছে সড়ক। মাত্র ৬০ লাখ জনসংখ্যার ওই দেশে গাড়ির সংখ্যাই প্রায় ৬ লাখ। উন্নত গণপরিবহণ ব্যবস্থা থাকা সত্ত্বেও দেশটিতে প্রতি বছর গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে। যার চাপ পড়ছে সড়কে। এমন অবস্থায় যানজট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাখতে আপাতত নতুন কোনো গাড়ি ও মোটরসাইকেলের নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। অবশ্য সিঙ্গাপুরে ব্যক্তিগত গাড়ি রাখা অনেকটা বিলাসিতার মতো। উচ্চ করের কারণে এ দেশে গাড়ির মূল্য যুক্তরাষ্ট্রের প্রায় চারগুণ। দেশটিতে ব্যক্তিগত পরিবহনের পাশাপাশি রয়েছে উবার ও গ্রেব’এর ক্যাব। সংখ্যায় সেগুলোও কম নয়।

ব্যক্তিগত গণপরিবহনে বিধিনিষেধ থাকলে জনগণ সাধারণ পরিবহনের প্রতি বেশি আকৃষ্ট হবে বলে কর্তৃপক্ষ মনে করছে।  দেশটিতে প্রতি ১০ বছরের জন্য সরকারের কাছ থেকে ব্যক্তিগত গাড়ির অনুমতিপত্র কিনতে হয়। চলতি বছর গাড়ি প্রবৃদ্ধির সর্বোচ্চ লক্ষ্য ধরা হয়েছিল দশমিক ২৫ শতাংশ। আগামী বছর এটিকে শূন্য শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে আপাতত এই সিদ্ধান্ত ৩ বছরের জন্য কার্যকর হচ্ছে। আগামী ২০২০ সালে সিঙ্গাপুর সরকার পুনরায় পরিস্থিতি পর্যালোচনা করবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ৩:০৬ অপরাহ্ণ