২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

নিজেদেরই দায় দেখছেন রুবেল

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কোন আলোচনা মানেই সেখানে বাংলাদেশের ব্যর্থতার গল্প। দুই ম্যাচের টেস্ট সিরিজ আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আসলে যে ভাবে হেরেছে টাইগাররা, তাতে একটু খানিক আনন্দের উপলক্ষ্যও ছিল না। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ। সফরের আগে পেসারদের নিয়ে আলোচনা হচ্ছিল খুব। কিন্তু সেই পেসাররা করতে পরেনি কিছুই। এজন্য দায়টা নিজেদের দিকেই নিচ্ছেন এই পেসার। এমন কি পেস বোলিংয়ে টানা ব্যর্থতার জন্য বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও কোন ব্যর্থতা দেখেন না তিনি।

কোর্টনি ওয়ালশের ভূমিকা নিয়ে একটা চাপা গুঞ্জন ক্রিকেট পাড়ায় আছে। নিজে বিশ্ব ক্রিকেটের কিংবদ্বন্তি বোলার। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিয়ানের কাছ থেকে কতোটুকু শিখতে পারছেন বাংলাদেশের বোলাররা? বা ওয়ালশই কতোটা শেখাতে পারছেন। রুবেলের কাছে এই প্রশ্ন রাখতেই জাবাব দিলেন এভাবে, ‘ওদিক থেকে আমার কাছে মনে হয় না কোনো সমস্যা হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। ফিল্ড সেট আপ থেকে শুরু করে বোলিং নিয়ে আমাদের যে পরিকল্পনা ছিল, সে অনুযায়ী সবকিছু আমার করতে পারিনি।’

কোর্টনি ওয়ালসেরর ভাষা বুঝতেও টাইগারদের কোন সমস্যা হয়না বলে জানান রুবেল। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের পেসারদের মধ্যে সফল রুবেল। টেস্টে সিরিজে খেলেছিলেন একটি টেস্ট। নিয়েছিলেন ১ উইকেট। ৩ ওয়ানডের সবকটি খেলে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে পার্লে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। রুবেল বললেন কেন ভালো করতে পারেননি তারা, ‘আসলে উইকেট খুবই সুন্দর ছিল। ব্যাটিং সহায়ক উইকেট ছিল। আমরা চেয়েছিলাম ভালো জায়গায় বল করার জন্য। কিছু সময় হয়েছে। আবার কিছু সময় ওরা খুব ভালোভাবে পড়তে পেরেছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ