নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমকে আনোয়ারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যার আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাজাহান ওমর, মেজর (অব) হাফিজ উদ্দিন, শামসুজ্জামান দুদু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমকে আনোয়ার ছিলেন একজন আপোসহীন সৈনিক। তার মৃত্যুতে বিএনপিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
ফখরুল আর বলেন, সরকারের কোনো জলুম নির্যাতন এখন আর তাকে স্পর্শ করবে না। জানাজা শেষে বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এমকে আনোয়ারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে কাটাবন জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তৃতীয় জানাজা জাতীয় সংসদ ভবনে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। রাতে বারডেম হাসপাতালের হিমাগারে এমকে আনোয়ারের লাশ রাখা হবে।
বুধবার তিতাসে চতুর্থ জানাজা ও নিজ এলাকা হোমনায় পঞ্চম জানাজা শেষে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন এমকে আনোয়ার। তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি উচ্চপদস্ত কর্মকর্তা হিসেবে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি। চাকরি জীবন থেকে অবসর নিয়ে বিগত শতাব্দীর নব্বইয়ের দশকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।
দৈনিক দেশজনতা /এমএইচ