১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০১

মীনের ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে

 

মেষ রাশি : (২১ মার্চ-২০ এপ্রিল) ভালো-মন্দ মিলিয়েই দিনটি যাবে। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। লেখাপড়ায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃষ রাশি : (২১ এপ্রিল-২০ মে) পরিবার কে সময় দিন। নয়তো পারিবারিক অসান্তি সৃষ্টি হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। লেনদেনের প্রমাণ রাখুন। নয়তো ঝামেলায় পরতে পারেন।

মিথুন রাশি : (২১ মে-২০ জুন) ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। সংগীত শিল্পীদের জন্য দিনটি শুভ নাও হতে পারে। কণ্ঠ বা গলা-সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।

কর্কট রাশি : (২১ জুন-২০ জুলাই) আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ বোধ করতে পারেন। বন্ধুদের সাথে সময় কাটান, ভালো লাগবে। টাকা পয়সা হিসেব করে খরচ করলে নিজেরই সুবিধা হবে। নিজের রাগ কে সংযত রাখুন।

সিংহ রাশি : (২১ জুলাই-২১ আগস্ট) নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করলে নিজেই বিপদে পরতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।

কন্যা রাশি : (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে হতে পারে। পুরোনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। সব কাজে টাকার হিসেব বাদ দিলেই ভালো করবেন।

তুলা রাশি : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। দিনের শেষে পেতে পারেন খুশির খবর। পাওনা আদায় সুবিধা করতে পারবেন।

বৃশ্চিক রাশি : (২৩ অক্টোবর-২১ নভেম্বর) কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে পারবেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ। বিদেশ থেকে পেতে পারেন খুশির খবর।

ধনু রাশি : (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা শুভ। তবে পুলিশি ঝামেলা এড়িয়ে চললেই ভালো করবেন। কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করে নিন, পালন করতে পারবেন কিনা।

মকর রাশি : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যেকোনো লেনদেনের দলিল বা প্রমাণ রাখুন।

কুম্ভ রাশি : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। পরিবারকে সময় দিন। সেটা নিজের জন্যই ভালো হবে। আজ কেনাকাটা শুভ। তবে আয় বুঝে ব্যয় করুন।

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করাই ভালো। নিজের অবস্থান অনুযায়ী কাজ করুন। নয়তো ঝামেলা আরো বাড়তে পারে। অধিনস্তদের মাথায় হাত বুলিয়ে কাজ আদায় করুন। এতে নিজেরি ভালো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ১:৩৫ অপরাহ্ণ