দৈনিক দেশজনতা ডেস্ক:
সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ মিডিয়াম) জেদ্দা শাখার চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও সহকারী অধ্যক্ষ আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সোমবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে তাদের গ্রেফতার করা হয়।
বিদ্যালয়টির ব্যবস্থপনা কমিটির চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ এবং সহকারী অধ্যক্ষ আব্দুল কাইয়ুমসহ আরও ৭/৮ জনের বিরুদ্ধে তিন মিলিয়ন রিয়ালের আত্মসাৎ, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রমাণিত হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তাদের বিরুদ্ধে এসব দুর্নীতির প্রমাণ ওঠে এসেছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে এই দুইজনকে গ্রেফতার করা হয়, বাকিরা এখনও পলাতক।
বিদ্যালয়টির অভিভাবক কমিটির নির্বাহী সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল জানান, সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় স্কুল পরিচালনা করতে নিজস্ব ভবন নির্মাণ, বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দাখিল ও লাইসেন্স নবায়ন করতে হয়। তবে একাধিক নির্দেশনা থাকলেও কোনো প্রকার পদক্ষেপ নেয়নি কমিটি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে অভিভাবকদের নিকট থেকে বিভিন্ন অজুহাতে টাকা তুলে লুটপাট করেছে বর্তমান ম্যানেজিং কমিটির চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির, ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দীন মাহমুদ, সদস্য মাহবুবুল্লাহসহ একাধিক সদস্য।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

