১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

শাহজালালে ১৫ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪৮ গ্রাম ওজনের নয় টুকরা স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত আয়নাল প্রামাণিক নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটককৃত এসব স্বর্ণের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই যাত্রী ইএ০৮৭ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। পরে গোপন সংবাদে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল আয়নাল প্রামাণিককে আটক করে। আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, ওই যাত্রী রোববার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে স্বর্ণের বার থাকার কথা অস্বীকর করেন। পরে তল্লাশিতে তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয় টুকরা স্বর্ণ পাওয়া যায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ