১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

রাজধানীতে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে শিশু ও নারীসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। রোববার দিনগত রাত ৩টার দিকে ডেমরা আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আরিফ (২৯), তোফায়েল আহমেদ (২৫), রিমন ( ১৮), আলমগীর ( ৪৮), রত্না ( ১৮), ফেরদৌসি (৩০), শিফন (১০) ও তাসিন (২)।
এ বিষয়ে প্রতিবেশী জয়নাল জানান, গ্যাসের চুলা লিকেজ ছিল। এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুসহ দগ্ধ আটজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ