২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৭

খালেদার জিয়ার সঙ্গে সুষমার বৈঠক রাতে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সফরের প্রথম দিনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাত আটটায় রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

দুই দিনের সফরে আজ দুপুরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুষমাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সফরকালে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সুষমা। এছাড়া রোহিঙ্গা ইস্যুসহ আরও নানা বিষয়েও আলোচনা হবে।

সফরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সুষমা সাক্ষাৎ করবেন এমনটা শোনা গেলেও শনিবার পর্যন্ত নির্দিষ্ট কোনো শিডিউলের কথা জানা যায়নি। তবে গুঞ্জন ছিলো, সোমবার দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসায় খালেদা-সুষমার বৈঠক হবে। কিন্তু শেষ পর্যন্ত সুষমা যে হোটেলে অবস্থান করবেন সেখানেই খালেদার সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ। সুষমার সঙ্গে বৈঠক করার জন্য রাত সাতটার দিকে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। দুই দিনের সফর শেষে সোমবার বিকালে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ