১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

ঢাবির ‘ঘ’ ইউনিটে পাসের হার ১৪.৩৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১৪ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

মোবাইল ফোনে যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস GHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে ম্যাসেজ পাঠালে ফল পাওয়া যাবে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকেও ফলাফল জানা যাবে।

শুক্রবার ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৫৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ হাজার ২৬৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তরপত্র বাতিল করা হয়েছে ৬ জনের।

শুক্রবার ভর্তি পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তা অস্বীকার করে কর্তৃপক্ষ। পরীক্ষা বাতিলের দাবির মধ্যেই ফল প্রকাশ করা হলো।

পাস করা সব শিক্ষার্থীকে আগামী ১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা জানায়, এছাড়া ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ডিন অফিসে আবেদন করা যাবে। ১ নভেম্বর প্রকাশ করা হবে এর ফলাফল।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৫:৩০ অপরাহ্ণ