১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

তুরাগ নদের পাড়ে ৩০ দখলদার উচ্ছেদ চেয়ে হাইকোর্টে আবেদন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পাশে তুরাগ নদের টঙ্গী কামারপাড়া ব্রিজের দুই পাশে থাকা ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ রবিবার আবেদন দাখিল করা হয়েছে। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশ (এইচআরপিবি) এ আবেদন দাখিল করে। আগামী ২৯ অক্টোবর আবেদনের উপর শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর অবৈধ উচ্ছেদের আবেদনটি করা হয়। বিচারপতি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আবেদনটির ওপর শুনানি অনুষ্টিত হবে।
আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। পরে এডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে তুরাগ নদে ৩০টি অবৈধ স্থাপনার কথা উঠে আসে। আজ প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হয়। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে আবেদন পেশ করা হয়েছে। এ বিষয়ে শুনানির দিন আগামী ২৯ অক্টোবর ধার্য করেছে হাইকোর্ট বেঞ্চ।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ