২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

ঝিনাইদহের মহাসড়কগুলোর বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক:

নিম্নচাপের কারণে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও গত দু’দিন হয়েছে অবিরাম বৃষ্টি। একটানা বৃষ্টিতে জেলার মূল চারটি সড়ক ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা একবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক মেরামত করতে নিম্নমানের পিচ আর পাথরের ব্যবহারের কারণে বর্তমানে তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চরম ঝুঁকি নিয়েই স্থানীয় আর দূরপাল্লার যানবাহন চলাচল করছে। এ করণেই মহাসড়কে ঘটছে নিয়মিত দুর্ঘটনা। কামাল মিয়া নামে এক ট্রাক ড্রাইভার বলেন, অনেক সময় গর্তের গভীরতা না বুঝতে পারায় তাদের বড় গাড়িগুলো চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সালাম উল্লাহ নামে এক বাসযাত্রী বলেন, ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শেখপাড়া, ভাটই বাজার, কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবায় রাস্তা, ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা থেকে বিষয়খালী, দোকানঘর থেকে কালীগঞ্জ শহর হয়ে বারোবাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে এসব মহাসড়কে চলাচল করছে।

ঝিনাইদহ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমএম মোয়াজ্জেম হোসেন বলেন, বর্ষা মৌসুম শেষ না হলে রাস্তায় পিচ-পাথর দেয়া হবে না। আর দিলেও তা টিকবে না। এজন্য যাত্রীদের চলাচলের সুবিধার্থে আমরা মাঝে মাঝে ইট দিয়ে গর্ত ভরাট করে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি। কিন্তু সম্প্রতি দুই দিনের ভারী বর্ষণে তা উঠে গর্তের সৃষ্টি হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ