২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪২
South African batsmen Temba Bavuma plays a shot during the 3rd ODI match at the Buffalo Park, in East London, on October 23, 2017. / AFP PHOTO / MICHAEL SHEEAN

মিরাজে ভাঙল উদ্বোধনী জুটি

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে বাভুমা আর ডি কক মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ১১৯ রান। এরপর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ৪৮ করা বাভুমা। শেষ খবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ১২৭ রান।

প্রোটিয়া সফরটা খুব খারাপ কাটছে বাংলাদেশের। দুই টেস্ট, দুই ওয়ানডেতে টাইগারদের বাজে হার কিছুতেই মন থেকে সরছে না। তার ওপর ইনজুরির ছোবল, আরও বেশি কাহিল করে দিয়েছে টিম টাইগার্সকে। দলের দুই ‘সেরা’-বোলিংয়ে মোস্তাফিজুর রহমান আর ব্যাটিংয়ে তামিম ইকবালকে ছাড়াই আজ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।

তামিমের বদলে একাদশে এসেছেন সৌম্য সরকার। আর নাসির হোসেনের জায়গায় একাদশে এসেছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপরদিকে হাশিম আমলার জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে এইডেন মারক্রামের। কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করবেন টেম্বা বাভুমা। জেপি ডুমিনির বদলে ১১ জনে নাম লেখালেন বাভুমা। দলে এসেছেন তরুণ অলরাউন্ডার উইয়ান মাল্ডারও। বাদ পড়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ:

সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

এইডেন মারক্রাম, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, উইয়ান মুলডার, আন্দিলে ফেলুকায়ো, ডেন পেটারসন, ইমরান তাহির ও কাগিসো রাবাদা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ