১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

কানাডায় বাংলা সংস্কৃতি বিকাশের সম্ভাবনা অনেক বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

বহু সংস্কৃতির দেশ কানাডায় বাংলা সংস্কৃতি বিকাশের সম্ভাবনা অনেক বেশি। বিশ্বে অন্য কোথাও সেই সুযোগ তেমন নেই। কারণ, কানাডা বহুজাতিক ১২০টি ভাষার দেশ। এই দেশে এখন ৮৪ হাজার বাংলাদেশি বসবাস করে। এই খান থেকেই শুরু হয়েছিলো আন্তর্জাতিক মাতৃভাষার বিশ্ব পরিচিতি।’ স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক সিবিএন-এর উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী একথা বলেন।
ড্যানফোর্থ অ্যাভেনিউস্থ মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামের এক জমজমাট অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিককর্মীরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মাহবুবুল হক ওসমানী এই সাপ্তাহিক সিবিএন, অর্থাৎ ‘কানাডায় বাংলাদেশের মুখপত্র’এর সম্পাদক। ওসমানী পড়াশোনা করেছেন সাংবাদিকতায় তার ঝুলিতে আছে ঢাকার মূলধারা মিডিয়ার নানান অভিজ্ঞতা। এই বিষয়ে পড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ে।
উল্লেখ, টরেন্টো থেকে এখন প্রিন্ট আকারে সাপ্তাহিক বাংলা মেইল, বাংলা কাগজ, দেশের আলো, ভোরের আলো, আজকাল ছাড়াও মাসিক প্রবাসী কণ্ঠ, ধাবমান ইত্যাদি প্রকাশ পাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো- সিবিএন, অর্থাৎ ‘কানাডায় বাংলাদেশের মুখপত্র’।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ২:১০ অপরাহ্ণ