১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

রাজধানীতে ছিনতাইকারী ও চাঁদাবাজচক্রের সদস্য গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৭টি পাসপোর্ট, জিম্মি করে আদায় করা ব্যাংক চেক জব্দ করা হয়। শনিবার দিবাগত রাতে তাদের টিকাটুলিসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুপুর ১২টায় কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ