১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

জালিয়াতি দিয়ে শুরু রাবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

জালিয়াতির মধ্যদিয়েই শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার প্রথম দিন রবিবার সাড়ে ৮টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় জালিয়াতি করার সময় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রক্সির মাধ্যমে জালিয়াতি করতে গিয়ে আটককৃত রবিউল ইসলাম জামালপুর জেলার চন্দ্রা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি আব্দুল মতিন নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তার রোল নম্বর ‘ই-১’ -১৮১৬৬।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আটককৃত রবিউল ইসলাম আব্দুল মতিন নামে একজনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ’ ভ্রাম্যমাণ আদালত ওই সময় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে পুলিশে দেয়া হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আটককৃত রবিউল ইসলাম কোথাকার শিক্ষার্থী এটা জানা যায়নি। তার বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২২, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ