১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

গাজীপুরে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশনের বসুগাঁও পূর্বপাড়া এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জাহিদ। এতে শিশুটির মা রিনা খাতুন (৩৫) এবং দুই খালা রুনা খাতুন (৩০) ও রেহানা খাতুন আহত হয়েছেন। শনিবার ভোরে ওই এলাকায় জাহিদের নানার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বসুগাঁও পূর্বপাড়া এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে আসে জাহিদ। শুক্রবার রাতে মা ও খালাদের সঙ্গে সে ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ভোরে পাশের একটি মাটির ঘরের দেয়াল তাদের ঘরের উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায়। আহত হন তার মা এবং দুই খালা। এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা জানান, বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে ওই শিশুটি মারা গেছে। নিহতের মরদেহ বসুগাঁও পুবপাড়া এলাকায় তার নানার বাড়িতে রয়েছে। নিহত জাহিদ কিশোরগঞ্জের বায়েজিদপুর থানার পাতালচর এলাকার সুমন মিয়ার ছেলে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ