১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছাত্রলীগ সভাপতি বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয়  কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে আজীবন ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও ডিজিটাল জালিয়াতির মূল হোতা ছাত্রলীগ কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে সিআইডিতে হস্তান্তর এবং ১২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার পরীক্ষা শেষে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ