২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৮

বৃষ্টি ঝরতে পারে দিনভর

নিজস্ব প্রতিবেদক:

কার্তিক মাসে বৃষ্টি ঝরছে বর্ষার মতো। দুই দিনের টানা বৃষ্টিতে ভ্যাপসা গরমের ভাপ কমে শীতলতা নেমেছে দেশের একটি বড় অংশ জুড়েই। সূর্যের দেখা নেই দুই দিন ধরে। রাজধানী অলিগলির একটি বড় অংশ বর্ষাকালের মতো পানির নিচে। বৃষ্টি ঝরা শুরু হওয়ার পর নগরবাসী স্বাগত জানালেও এখন বৃষ্টি থামার অপেক্ষায় তারা। ফেসবুকে সে আকাঙ্ক্ষার কথা বলে যাচ্ছেন তারা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে গড় বৃষ্টির পরিমাণ ১৩০ মিলিমিটার। ঢাকায় বৃষ্টির পরিমাণ আরও বেশি, ১৮০ মিলিমিটার। আর সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোপালগঞ্জে, বৃষ্টির পরিমাণ রেকর্ড হয়েছে ২৭১ মিলিমিটার।

এই বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। শুক্রবার বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। সেটা শনিবার ভোরে আরও কমে দাঁড়ায় ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু বৃষ্টি থামবে কখন? আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আজ সারাদিন একটানা ভারী বৃষ্টি হবে। সন্ধ্যা নাগাদ বৃষ্টি কমতে পারে।’ বছরের এই সময় সাধারণত এ রকম টানা ও ভারী বৃষ্টি কাঙ্ক্ষিত ছিল না। এই টানা বৃষ্টির কারণ কী? জানতে চাইলে বজলুর রশিদ বলেন, ‘এর কারণ হলো স্থল নিম্নচাপ। এটা এখন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।’

এক প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, ‘আমাদের দেশে দুটি সাইক্লোন টাইম। একটা মার্চ-এপ্রিল আরেকটি অক্টোবর-নভেম্বরে। অনেক সময় সময় সাইক্লোন না হয়ে যদি এর কাছাকাছি হয়, সেক্ষেত্রে এটা নিম্নচাপ আকারে ভূমিতে অবস্থান করে।’ এই সময় ঘূর্ণিঝড় অভাবনীয় নয়। তিনি ‘সিডর কিন্তু নভেম্বর মাসেই হয়েছে। এরকম আরও অনেক সাইক্লোন নভেম্বর মাসে হয়েছে। সেক্ষেত্রে হেমন্তের বৃষ্টি অস্বাভাবিক কিছু না। তবে এটা সাইক্লোনে রুপান্তরিত না হয়ে অতিবৃষ্টি হয়ে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আটটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২১, ২০১৭ ১১:২০ পূর্বাহ্ণ