২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৬

বাংলাদেশেও হামলা করেছে র‌্যানসমওয়্যার –

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশেও ব্যক্তিগত কম্পিউটারে র‌্যানসমওয়্যার ভাইরাসের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। র‌্যানসমওয়্যারের হামলার শিকার হওয়া ব্যক্তিরা নিজেরাই যোগাযোগ করে এ তথ্য দিয়েছেন সাইবার বিশেষজ্ঞদের। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৩০টিরও বেশি কম্পিউটার এই ধরনের হামলার শিকার হয়েছে।

বিশ্বব্যাপী র‌্যানসমওয়্যার হামলার মধ্যে বাংলাদেশের অন্তত ৩০টি কম্পিউটার আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরাই ই-মেইলের মাধ্যমে ক্রাফকে বিষয়টি অবহিত করেছে। এটা অবশ্য প্রকৃত চিত্র নয়। সংখ্যাটা এর বেশিও হতে পারে। তাদের মধ্যে দুটো বেসরকারি টেলিভিশনও রয়েছে।

এদিকে গতকাল বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ম্যালওয়্যারটেক নামে যে প্রতিষ্ঠানটির হিটম্যাপ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ব্যবহার করছে সেখানে আক্রান্ত ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশও আছে বলে পরিলক্ষিত হয়েছে। অবশ্য এতে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে নীল রঙ দিয়ে, যার অর্থ হামলার তীব্রতা খুবই কম । সর্বাধিক আক্রান্ত দেশগুলো হলুদ বা কমলা রঙে দেখানো হচ্ছে। কিন্তু বাংলাদেশে কারা এসব হামলার শিকার হয়েছে তা জানা কঠিন হচ্ছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৫, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ