ক্রীড়া প্রতিবেদক:
ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে অবশেষে ব্যাট হাসল মোহাম্মদ আশরাফুলের। আজ বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেললেন তিনি। তাঁর এই ইনিংসে শেখ জামালকে বেশ সহজেই ৭ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্র।
নিষেধাজ্ঞা কাটিয়ে গত জাতীয় লিগেই ফিরেছিলেন আশরাফুল। কিন্তু তেমন সুবিধা করতে না পারায় প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিএসএল) খেলার সুযোগ হয়নি তাঁর। এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে ফিরেও একই অবস্থা। রান আসছিল না ব্যাট থেকে। ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৮৮ রান।
আজকের ইনিংসটি ৮৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাজানো। মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ১১১ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়ে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। মেহরাব অপরাজিত ছিলেন ৪৩ রানে। এর আগে ম্যাচে টসে জিতে শেখ জামাল ২১৩ রানের বেশি করতে পারেনি। রাজিন সালেহর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪৫ রান। এ ছাড়া সোহাগ গাজী ৩৯ আর ইলিয়াস সানি ৩৬ রান করেন। ৩২ রান করেন মাহবুবুল করিম। কলাবাগানের আবুল হাসান ৫০ রানে নেন ৩ উইকেট। সাদ নাসিম ও মুক্তার আলী পেয়েছেন ২টি করে উইকেট।
২১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬২ রানের ওপেনিং জুটির পর কলাবাগানের দ্বিতীয় উইকেট পড়ে ৮১ রানে। ১০৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর দলকে বয়ে নিয়ে যায় আশরাফুল-মেহরাব জুটি। আশরাফুলের ৮১ আর মেহরাবের ৪৩ ছাড়াও ওপেনার তাসামুল হক করেছেন ৪৮ রান। এ ছাড়া জসিমউদ্দিন ২৯ আর তুষার ইমরান ১০ রান করেন। শেখ জামালের তানভীর হায়দার ও শাকিল ১টি করে উইকেট নেন।
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের ক্রিকেট জীবনের বড় একটা অংশ হারিয়ে ফেলেছেন এই ব্যাটসম্যান। ৩৩-এর দোরগোড়ায় দাঁড়িয়ে এখনো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন আশরাফুল। কিন্তু তার আগে নিজের অপরিহার্যতা প্রমাণ করতে চান আশরাফুল।
এম/এম