১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

সরকারের হিংস্র আচরণ তীব্র আকার ধারণ করেছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তার কারণেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরামহীনভাবে গ্রেফতার করে দেশে চরম অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত রাখতে বর্তমান সরকারের হিংস্র আচরণ এখন তীব্র আকার ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশব্যাপী অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে কাল্পনিক ও ভুয়া মামলা দায়ের এবং নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী তল্লাশীর নামে তাণ্ডব চালানোর ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মির্জা আলমগীর বলেন, গায়ের জোরে ক্ষমতা দখলকারী বর্তমান অহঙ্কারী ও প্রতিহিংসাপরায়ণ সরকার বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে রাজনৈতিকভাবে হেনস্তা করতে নজীরবিহীনভাবে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক মামলা দায়ের করে গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। আর সরকারের এসব অনৈতিক, অমানবিক ও হিংসাত্মক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করছে সরকারদলীয় লোকদের দিয়ে সুপরিকল্পিতভাবে সাজানো প্রশাসন।

তিনি বলেন, জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন-পীড়নের মাধ্যমে নিজেদের একদলীয় শাসনকে দীর্ঘস্থায়ী করতে বিশ্বের সব স্বৈরাচারকে ডিঙ্গিয়ে গেছে। নিজেদের দু:শাসনের পরিণতির কথা আওয়ামী লীগ ভুলে গেছে বলেই মানুষের আশা-আকাঙ্খার প্রতি তোয়াক্কা না করে তারা বিরোধী দলের রাজনীতিকে নিষ্ঠুরভাবে দমন করে চলেছে। জোরজবরদস্তির মাধ্যমে অর্জিত ক্ষমতা ধরে রাখার জন্য এখন জনগণের ভয়ে ভীত বলেই সরকার রাষ্ট্রশক্তিকে নির্মমভাবে ব্যবহার শুরু করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও দমন-পীড়ন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বিশ্বের কোনো স্বৈরাচারই বাধাগ্রস্ত করতে পারেনি, বরং তাদের পতন হয়েছে মর্মান্তিক। দেশের বর্তমান অপশাসনকে রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ৮:০০ অপরাহ্ণ