১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

ইমাম-হাসানের রেকর্ডে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হক এর সেঞ্চুরিতে শ্রীলংকাকে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। তরুণ ওপেনার ইমাম-উল-হকের বুধবার পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। ইমামের দারুণ এই রেকর্ডের দিনে পাকিস্তানের হয়ে আরেকটি রেকর্ড গড়েছেন ডান-হাতি পেসার হাসান আলী। ৩৪ রানে ৫ উইকেট দখল করে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের মালিক এখন আলী। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আলীর বোলিং তোপে লংকানরা ৪৮.২ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায়। ওয়ানডে অভিষেকে পাকিস্তানী হিসেবে দ্বিতীয় ও সব মিলিয়ে ১৩তম ব্যাটসম্যান হিসেবে ইমাম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ১২৫ বলে ২১ বছর বয়সী ইমাম দুটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি হাঁকিয়ে শততম রান পূরণ করেন। একমাত্র পাকিস্তানী হিসেবে ১৯৯৫ সালে শ্রীলংকার বিপক্ষে গুজরানওয়ালায় অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সেলিম এলাহী।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা : ২০৮ অল আউট, ৪৮.২ ওভার (থারাঙ্গা ৬১, থিরিমান্নে ২৮: আলী ৫-৩৪, শাদাব ২-৩৭)
পাকিস্তান : ৩ উইকেটে ২০৯, ৪২.৩ ওভার (ইমাম ১০০, হাফিজ ৩৪*: পেরেরা ১-২২)
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ৪:৩২ অপরাহ্ণ