১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৯

আফগানিস্তানে সামরিকঘাঁটিতে তালেবানের হামলা: নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি সামরিকঘাঁটিতে তালেবান বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৩ আফগান সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ২৪ সেনা আহত হয়েছেন বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা টোলো নিউজ।
বেশ কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির পর দুটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণের পর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বুধবার রাতে হামলা শুরু হয় বলে জানান প্রাদেশিক পরিষদের সদস্য খালিদ পাশতুন। তিনি জানান, ৪৩ জন নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলার খবর নিশ্চিত করেছ। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন তিনি।
সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ